কবিতা-প্রণয় আচার্য্য

undefined undefined

নারী


যারা নিজের বলে কোনকিছু দাবি করতে পারেনা
জোর করে বলতে পারেনা এটা আমার বাড়ী।
এরাই হলো স্রষ্টার সৃষ্টি
অপরুপ রুপে সজ্জিত নারী।
শৈশব কাটে তার পিতৃ আশ্রয়ে
গোত্রান্তর হয়ে যায় শশুড়ালয়ে।
নারী করে আশা
পায় যেন স্বামীর ভালোবাসা।
শত কষ্ট বুকে ধরে
যৌবন কাটে তার স্বামী সেবা করে।
নারী হলো জগতের সদ্য ফোঁটা ফুল
সৌরভ ছড়িয়ে যদি করে কোন ভুল।
এই সমাজ দেয় শুধু তারে অপবাদ
ভ্রমরের প্রতি কোন নেই প্রতিবাদ ।
নারী হলো কখনো মেয়ে, কখনো বোন
কখনো বা প্রিয়তমা স্ত্রী।
মাতৃরূপে তারে আমরা সর্বদা পূজি।
মায়ের আঁচল, থাকে অবিচল
সদা সন্তানের স্নেহে।
পৃথিবীতে বড় কে হয়েছে কবে
মাতৃদুগ্ধ বিনে?
ধীরে ধীরে বার্ধক্য আসে
সময়ের পরিবর্তনে।
সুখী মানুষ দুঃখ পায় অযাচিত মনে।
রেখেছিলো যে পুত্রকে আদরে
প্রতিদান সরূপ থাকে নারী অনাহারে।
অবহেলা আর অনাদরে
পুত্রগৃহে যায় মরে।

যে বিভাগে লেখা |

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম

ইমেইলে নিন সাম্প্রতিক প্রকাশনা

    =*একটু সম্পাদকীয়*=

    দিন দুপুর একটি অনলাইন সাহিত্য পত্রিকা, সমাজ-সংস্কৃতির ভাল-মন্দ, উত্থান-পতন আর সংঘাত-প্রতিঘাত, ঘৃনা-প্রেম অর্থাৎ পৃথিবীর তাবৎ বিষয় উঠিয়ে নিয়ে আসে তার প্রতিটি পাতায়। লেখকদের মননশীল লেখায় প্রতিটি বিষয় হয়ে উঠে ব্যঞ্জনাময় আর সঙ্গত, পাঠকের আগ্রহে প্রতিটি লেখা খুঁজে পায় বেঁচে থাকার রসদ আর ভাবায়, শেখায় আরোহণ করতে সভ্যতার স্বর্ণ শিখরে।


দিন দুপুর ।। শিল্প সাহিত্যের ওয়েবম্যাগ

সম্পাদকঃ আল-আমীন আপেল

সার্বিক তত্ত্বাবধানেঃ প্রতীক

যোগাযোগ

ইমেইলঃ alaminbrur24@gmail.com

ফেচবুক পেজ (ক্লিক করুন) : https://www.facebook.com/dindupurofficialpage
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-ক্রীশ্চান । গাহি সাম্যের গান !মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই । --কাজী নজরুল ইসলাম