দুর্ভাগা ও অন্যান্য || টি এইচ বকুল



দূর্ভাগা



ঝরে গেছে স্বপ্ন গুলো
গাছের পাতার মত,
শুকনো ডালে বসে আছে
শকুন গুলো যত।
প্রহর গুনে প্রতিক্ষার-ই
সুখ গুলো যে খেতে,
তীক্ষ্ম নজর রেখেছে যে
আমার উপর পেতে।
একটি দুটি সুখের ফাগুন
আসেও যদি নীড়ে,
শনির শকুন জটলা বেঁধে
রাখে তারে ঘিরে।
বুঝে গেছি আলোর ভিরেও
আঁধার কেন আমি,
আমার সময় দিয়ে ছিলাম
ভেবে তারে দামি।
রসও গেল কষও গেল
রইলো শুকনো কাঠ,
বুকের ভিতর বসত এখন
শ্মশান পুড়ির ঘাট।
আসা যাওয়া চিতার ধোঁয়া
বাতাস ভারি হয়ে,
দৃষ্টি জুড়ে মেঘলা আকাশ
রবির আলো ক্ষয়ে।
তাই, রাত দুপুরে ঝিঁ ঝিঁ হয়ে
হৃদয় কেঁদে মরে,
দুচোখ হতে এখন শুধু
অশ্রু ফোঁটা ঝরে।।


পরিচয়হীন



এখনো অনেক শিশু
পথে করে বাস,
বিষে ভরা বায়ুতেই
নিয়ে তারা শ্বাস।
রোদ ঝড় বৃষ্টিতে
কষ্টের বানে,
কঁচি দেহ ভাঙ্গে তার
জীবিকার টানে।
অনাহাড়ী কাকে বলে
তারাই জানে ভালো,
শুধু জলে পেট ভরা
নিভে তার আলো।
তিলে তিলে বড় হয়
ভালোবাসা ছাড়া,
মা-বাবা কাকে বলে
জানেনা তো তারা।
জানে শুধু এতো টুকু
লড়তে হবে,
এ দেহে যত দিন
প্রাণটা রবে।
জীবন যুদ্ধে তাই
লড়ে প্রতিক্ষণ,
এক মুঠো অন্নের
বড় প্রয়োজন।
পৌষের রাত কাটে
কুয়াশায় মেখে,
দুটি চোখে হতাশার
ছবি যায় এঁকে।
এভাবেই চলে য়ায়
জীবনের বেলা,
অনাদরে ভেসে যায়
ভাগ্যের ভেলা।
পথে শুরু পথেই শেষ
কেউ নেই আপন,
আঁধারের খোলা আকাশ
তার যে ভূবন।।

যে বিভাগে লেখা |

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম

ইমেইলে নিন সাম্প্রতিক প্রকাশনা

    =*একটু সম্পাদকীয়*=

    দিন দুপুর একটি অনলাইন সাহিত্য পত্রিকা, সমাজ-সংস্কৃতির ভাল-মন্দ, উত্থান-পতন আর সংঘাত-প্রতিঘাত, ঘৃনা-প্রেম অর্থাৎ পৃথিবীর তাবৎ বিষয় উঠিয়ে নিয়ে আসে তার প্রতিটি পাতায়। লেখকদের মননশীল লেখায় প্রতিটি বিষয় হয়ে উঠে ব্যঞ্জনাময় আর সঙ্গত, পাঠকের আগ্রহে প্রতিটি লেখা খুঁজে পায় বেঁচে থাকার রসদ আর ভাবায়, শেখায় আরোহণ করতে সভ্যতার স্বর্ণ শিখরে।

নতুন মন্তব্য


দিন দুপুর ।। শিল্প সাহিত্যের ওয়েবম্যাগ

সম্পাদকঃ আল-আমীন আপেল

সার্বিক তত্ত্বাবধানেঃ প্রতীক

যোগাযোগ

ইমেইলঃ alaminbrur24@gmail.com

ফেচবুক পেজ (ক্লিক করুন) : https://www.facebook.com/dindupurofficialpage
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-ক্রীশ্চান । গাহি সাম্যের গান !মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই । --কাজী নজরুল ইসলাম