নষ্টের বালুচর || মোঃ আনোয়ারুল ইসলাম




নষ্টের বালুচর




নষ্টের বালুচরে কষ্টেরা বসত করে অসাম্যের বন্ধনে,
বন্দি সাম্যতার বোধ লোভের ক্রোধে কন্টক কাননে।

মানবিকতা দূরাচার হিংসার জয়জয়কার বোধ গেছে মরে,
গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে তৃপ্তির ডেকুর ছাড়ে।
মানবিকতা অবাক করা পাগলামি নির্বুদ্ধিতার কাতারে,
সুকোমল বৃত্তি গুলো কুঁড়িতেই শুকিয়ে মরে।
বুর্জুয়া পলিতে নষ্টের ক্ষেত্র দিনে দিনে উর্বর ফসলী,
সততা ও ন্যায়ের যাপন শাস্তি, নিশ্চিত মাশুলী।
আগামীর চোখগুলো দেখে
আর মনে মনে ভাবে,
এত দুঃসাহস আছে কার সততায় জীবন কাটবে?
নতুনেরা চোখবুঝে যোগদেয় গড্ডালিকার যুদ্ধে,
ভোগের বিলাসিতায় যোগের প্রতিযোগীতায় মাতে মদ্দে।
অবিরত গর্জনে ফুলে ফেঁপে উঠছে গড্ডালিকা প্রবাহ,
অনৈতিক বানে সবাইকে কাছে টানে তৈরি হচ্ছে নতুন আবহ।
এখানে সাম্য আর সততা হচ্ছে হত্যা অনৈতিকই যৌক্তিক,
ভোগের বিলাসে পরিতৃপ্তি আসে মৃত্যু ঘটে আত্মীক।
নষ্টের বালুচরে অনৈতিক আবাদের জৌলুষ বাড়ে,
কষ্টেরা হাত ধরে দিনে দিনে বাড়ে নষ্টের বালুচরে।

যে বিভাগে লেখা |

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম

ইমেইলে নিন সাম্প্রতিক প্রকাশনা

    =*একটু সম্পাদকীয়*=

    দিন দুপুর একটি অনলাইন সাহিত্য পত্রিকা, সমাজ-সংস্কৃতির ভাল-মন্দ, উত্থান-পতন আর সংঘাত-প্রতিঘাত, ঘৃনা-প্রেম অর্থাৎ পৃথিবীর তাবৎ বিষয় উঠিয়ে নিয়ে আসে তার প্রতিটি পাতায়। লেখকদের মননশীল লেখায় প্রতিটি বিষয় হয়ে উঠে ব্যঞ্জনাময় আর সঙ্গত, পাঠকের আগ্রহে প্রতিটি লেখা খুঁজে পায় বেঁচে থাকার রসদ আর ভাবায়, শেখায় আরোহণ করতে সভ্যতার স্বর্ণ শিখরে।

নতুন মন্তব্য


দিন দুপুর ।। শিল্প সাহিত্যের ওয়েবম্যাগ

সম্পাদকঃ আল-আমীন আপেল

সার্বিক তত্ত্বাবধানেঃ প্রতীক

যোগাযোগ

ইমেইলঃ alaminbrur24@gmail.com

ফেচবুক পেজ (ক্লিক করুন) : https://www.facebook.com/dindupurofficialpage
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-ক্রীশ্চান । গাহি সাম্যের গান !মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই । --কাজী নজরুল ইসলাম