প্রস্তরযুগ ও অন্যান্য ।। স্বপন গায়েন




মহেঞ্জোদাড়ো




শেষ বিকেলের রোদের সাথে একটি মেয়ে
মেঘের সাথে ভাব করেছে মেঘ না চেয়ে।
শ্বেতকরবী জুঁই চামেলি হৃদয় আকাশ জুড়ে
রাত্রি লেখে হিসেব খাতায় জীবন কবর খুঁড়ে।
মনের কথা গোপন রেখো পার যদি
মহেঞ্জোদাড়োয় খুঁজলে পাবে একটি নদী।
নদীর জলে উথাল পাথাল লেগেছে এক ঢেউ
ভালোবাসার মুগ্ধ বাঁকে দাঁড়িয়ে আছে কী কেউ?
বালুকাবেলায় মেঘের সাথে গোপন অভিসার
লজ্জা রাখো শাড়ির ভাঁজে অবসান প্রতীক্ষার।


সবুজ দ্বীপ




নদীর বাঁকে সবুজ দ্বীপ
হাজার পাখির মেলা
নীল গগনে শীতল হাওয়া
করছে খুশির খেলা।
আকাশ নদী ভোরের পাখি
সবুজ দ্বীপের রাজা
রাজকন্যার পাহারা দেয়
হাজার দুয়েক প্রজা।
আকাশ পথে আসলো হঠাৎ
পক্ষীরাজে চড়ে
ভিনদেশী এক রাজপুত্তুর
সোনার মুকুট পরে।
বুকের ভিতর নীল পৃথিবী
দু’ফোটা অশ্রুজল
ভালোবাসার পরশ পেয়ে
মন হল চঞ্চল।
শ্বেত করবী জুঁই চামেলি
হাজার বাতির তারা
উৎসব আজ সবুজ দ্বীপে
সবাই খুশিতে মাতয়ারা।।


প্রস্তরযুগ



ট্রাম লাইনের ধারে দাঁড়িয়ে অবাক পৃথিবী
আয়ুরেখা যেন ছুঁয়ে গেছে অচেনা রোদ্দুর।
জানালায় ঠেস দিয়ে বসে নিজের বিবেক
ভাঙনের শব্দ চলন্ত ট্রামের মত ...
ইশারায় ডাকে মিথ্যে স্বপ্নের মায়াজাল
চরম সংকটে একা দাঁড়িয়ে প্রস্তরযুগ।
গণিকার চোখের কাজলে ভিজে ওঠে ভোর
লজ্জাহীন চাহনিতে প্রবৃত্তির উষ্ণতা থামে না।
ট্রাম লাইন জুড়ে উৎসারিত জীবনের জলছবি
ক্লান্ত বিষণ্ণ ট্রাম মুখ থুবড়ে পড়ে মাঝ রাস্তায়।
প্রতিটি রাতে নারী পুড়ছে, গণিকা পুড়ছে –
দেখতে দেখতে আবার একটা লাজুক সকাল।
ট্রাম লাইনের ধারে রেলিং জুড়ে কোলাহল
ভোরের আলোয় নষ্টের সীমারেখা মুছে যায়।।

যে বিভাগে লেখা |

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম

ইমেইলে নিন সাম্প্রতিক প্রকাশনা

    =*একটু সম্পাদকীয়*=

    দিন দুপুর একটি অনলাইন সাহিত্য পত্রিকা, সমাজ-সংস্কৃতির ভাল-মন্দ, উত্থান-পতন আর সংঘাত-প্রতিঘাত, ঘৃনা-প্রেম অর্থাৎ পৃথিবীর তাবৎ বিষয় উঠিয়ে নিয়ে আসে তার প্রতিটি পাতায়। লেখকদের মননশীল লেখায় প্রতিটি বিষয় হয়ে উঠে ব্যঞ্জনাময় আর সঙ্গত, পাঠকের আগ্রহে প্রতিটি লেখা খুঁজে পায় বেঁচে থাকার রসদ আর ভাবায়, শেখায় আরোহণ করতে সভ্যতার স্বর্ণ শিখরে।

নতুন মন্তব্য


দিন দুপুর ।। শিল্প সাহিত্যের ওয়েবম্যাগ

সম্পাদকঃ আল-আমীন আপেল

সার্বিক তত্ত্বাবধানেঃ প্রতীক

যোগাযোগ

ইমেইলঃ alaminbrur24@gmail.com

ফেচবুক পেজ (ক্লিক করুন) : https://www.facebook.com/dindupurofficialpage
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-ক্রীশ্চান । গাহি সাম্যের গান !মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই । --কাজী নজরুল ইসলাম