কবিতা-এস এইচ শান্ত


তুইতো ভালই আছিস


সব হিসেব চুকিয়ে
নববর্ষের দোকানির
হাল খাতা তোর,
আর অস্থির ছুটাছুটি আমার।
তুই তো ভালোই আছিস?

বিলাসি চশমার ফ্রেম
কালো কাচের আড়াল
ভুলিয়েছে অতীত,
আর আমি সেই সাদা কালো তন্তুতে
ঠিক আগের মতই।
স্মৃতি গুলি যেন
মনিটরে ভাসমান ছবি।
কখনো কখনো
উত্তাল সাগরে বুক চেরা ঝিনুকের
খোলের ন্যায়,
ভেসে উঠি মাঝে মাঝে
আবার তলিয়ে যাই।

তবুও তুই তো ভালোই আছিস! 

যে বিভাগে লেখা |

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম

ইমেইলে নিন সাম্প্রতিক প্রকাশনা

    =*একটু সম্পাদকীয়*=

    দিন দুপুর একটি অনলাইন সাহিত্য পত্রিকা, সমাজ-সংস্কৃতির ভাল-মন্দ, উত্থান-পতন আর সংঘাত-প্রতিঘাত, ঘৃনা-প্রেম অর্থাৎ পৃথিবীর তাবৎ বিষয় উঠিয়ে নিয়ে আসে তার প্রতিটি পাতায়। লেখকদের মননশীল লেখায় প্রতিটি বিষয় হয়ে উঠে ব্যঞ্জনাময় আর সঙ্গত, পাঠকের আগ্রহে প্রতিটি লেখা খুঁজে পায় বেঁচে থাকার রসদ আর ভাবায়, শেখায় আরোহণ করতে সভ্যতার স্বর্ণ শিখরে।

নতুন মন্তব্য


দিন দুপুর ।। শিল্প সাহিত্যের ওয়েবম্যাগ

সম্পাদকঃ আল-আমীন আপেল

সার্বিক তত্ত্বাবধানেঃ প্রতীক

যোগাযোগ

ইমেইলঃ alaminbrur24@gmail.com

ফেচবুক পেজ (ক্লিক করুন) : https://www.facebook.com/dindupurofficialpage
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-ক্রীশ্চান । গাহি সাম্যের গান !মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই । --কাজী নজরুল ইসলাম