শরৎকন্যা :: সঞ্জয় চৌধুরী



শিউলি বিছানো আঁচল পাতা ভোরের উঠোন তোমার জন্য-
তোমার জন্য মাধবী রাতের জোছনা মাখানো সুর,
তোমার জন্য বহতা নদী দূর থেকে বহুদূর।
.
বকুল ফুলের আকুল ঘ্রাণে ব্যাকুল রাতি তোমার জন্য-
তোমার জন্য নদীর কূলে কাশফুলে সাদা মেঘ,
তোমার জন্য নৌকার পালে দক্ষিণা হাওয়ার বেগ।
.
শিশির ভেজা ভোরের ঝিলে
শাপলা ফুটেছে তোমার জন্য-
তোমার জন্য দূর্বা ডগায় শিশির এসেছে নেমে,
তোমার জন্য খলশে মাছ এক পড়েছে ভিষণ প্রেমে।
.
আশিনের ঐ বিকেল বেলা রঙিন হলো তোমার জন্য-
তোমার জন্য বিকেল জুড়ে ফড়িঙের ওড়া-উড়ি,
তোমার জন্য বিকেলটা আজ সন্ধ্যায় হলো চুরি।
.
আকাশের রঙে রঙিন হলো নদীর জল তোমার জন্য-
তোমার জন্য বাউলের দল ছেড়েছে সাধের ঘর,
তোমার জন্য যুবকের বুকে ভিষণ নদীর চর।
.
তাল পুকুরের বাঁধাই ঘাটে বিকেল নামে তোমার জন্য-
তোমার জন্য পুকুরের জলে শুকনো পাতার ভেলা,
তোমার জন্য মনের তলায় জোনাক পোকার খেলা।
.
সন্ধ্যামালতী রঙ মেখে এই বিকেল সেজেছে তোমার জন্য-
তোমার জন্য কাজল মাখা সন্ধ্যা নেমেছে আজ,
তোমার জন্য ফিঙে পাখিটা ভুলে গেছে সব কাজ।
.
শিউলি ফোটা মনবোনে ঐ প্রেমের জোছনা তোমার জন্য-
শরৎকন্যা তোমার জন্য ভাসবো নদীর জলে,
তোমার জন্য শরৎ নামে আমার সমতলে।

যে বিভাগে লেখা , |

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম

ইমেইলে নিন সাম্প্রতিক প্রকাশনা

    =*একটু সম্পাদকীয়*=

    দিন দুপুর একটি অনলাইন সাহিত্য পত্রিকা, সমাজ-সংস্কৃতির ভাল-মন্দ, উত্থান-পতন আর সংঘাত-প্রতিঘাত, ঘৃনা-প্রেম অর্থাৎ পৃথিবীর তাবৎ বিষয় উঠিয়ে নিয়ে আসে তার প্রতিটি পাতায়। লেখকদের মননশীল লেখায় প্রতিটি বিষয় হয়ে উঠে ব্যঞ্জনাময় আর সঙ্গত, পাঠকের আগ্রহে প্রতিটি লেখা খুঁজে পায় বেঁচে থাকার রসদ আর ভাবায়, শেখায় আরোহণ করতে সভ্যতার স্বর্ণ শিখরে।

নতুন মন্তব্য


দিন দুপুর ।। শিল্প সাহিত্যের ওয়েবম্যাগ

সম্পাদকঃ আল-আমীন আপেল

সার্বিক তত্ত্বাবধানেঃ প্রতীক

যোগাযোগ

ইমেইলঃ alaminbrur24@gmail.com

ফেচবুক পেজ (ক্লিক করুন) : https://www.facebook.com/dindupurofficialpage
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-ক্রীশ্চান । গাহি সাম্যের গান !মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই । --কাজী নজরুল ইসলাম