নিয়মাবলী


নিয়মাবলী
প্রিয় লেখক ও পাঠকবৃন্দ,
স্বাগতম। আপনিও লিখুন, গল্প, কবিতা, ছড়া অথবা আপনার মনের যে কোন অভিব্যক্তি প্রকাশ করুন  দিন দুপুর  অনলাইন সংস্করণে।

লেখা প্রকাশের ক্ষেত্রে নিম্নোক্ত নিয়মাবলী অবশ্যই মেনে চলতে হবে।

১। গল্প/কবিতা লেখার মাধ্যম হবে একমাত্র বাংলা। বাংলা ব্যতিত অন্য যে কোন ভাষার লেখা গ্রহণযোগ্য নয়।
২। শব্দ নির্ভুল বানানে হতে হবে।
৩। কোন প্রকার রাজনৈতিক, উস্কানিমূলক, প্রোরচনামূলক অথবা নোংরা ও অসামাজিক লেখা গ্রহণযোগ্য নয়।
৪। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এরকম কোন লেখা প্রকাশ করা হবে না। প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্ণ লেখকের।
৫। অন্য কোথাও প্রকাশিত লেখা অগ্রহণযোগ্য। অর্থাৎ লেখক এমন লেখা পোস্ট বা প্রেরণ করবেন যা এর পূর্বে কোথাও প্রকাশিত হয়নি।
লেখার শিরোনাম ও লেখকের নাম লিখতে ভুল করবেন না। শিরোনাম ও লেখকের নামহীন কোনো লেখা গণ্য করা হবে না।
৭। দিন দুপুর এ প্রকাশিত যেকোনো লেখা লেখকের অথবা দিন দুপুর এর অনুমতি ব্যতিত অন্য কোথাও প্রকাশ করা আইনত দণ্ডনীয়।

© দিন দুপুর
mail.dindupur@gmail.com

যে বিভাগে লেখা |
হোম

ইমেইলে নিন সাম্প্রতিক প্রকাশনা

    =*একটু সম্পাদকীয়*=

    দিন দুপুর একটি অনলাইন সাহিত্য পত্রিকা, সমাজ-সংস্কৃতির ভাল-মন্দ, উত্থান-পতন আর সংঘাত-প্রতিঘাত, ঘৃনা-প্রেম অর্থাৎ পৃথিবীর তাবৎ বিষয় উঠিয়ে নিয়ে আসে তার প্রতিটি পাতায়। লেখকদের মননশীল লেখায় প্রতিটি বিষয় হয়ে উঠে ব্যঞ্জনাময় আর সঙ্গত, পাঠকের আগ্রহে প্রতিটি লেখা খুঁজে পায় বেঁচে থাকার রসদ আর ভাবায়, শেখায় আরোহণ করতে সভ্যতার স্বর্ণ শিখরে।

নতুন মন্তব্য


দিন দুপুর ।। শিল্প সাহিত্যের ওয়েবম্যাগ

সম্পাদকঃ আল-আমীন আপেল

সার্বিক তত্ত্বাবধানেঃ প্রতীক

যোগাযোগ

ইমেইলঃ alaminbrur24@gmail.com

ফেচবুক পেজ (ক্লিক করুন) : https://www.facebook.com/dindupurofficialpage
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-ক্রীশ্চান । গাহি সাম্যের গান !মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই । --কাজী নজরুল ইসলাম