স্মৃতিতে কৃষ্ণ চূড়া এবং || হাজেরা বেগম





স্মৃতিতে কৃষ্ণ চূড়া এবং



এই সেই কৃষ্ণ চূড়া--
যার ফুলে ফুলে ভরে 
যেত আমার ক্ষণ--
এই সেই কৃষ্ণ চূড়া
যার রঙ্গে রঙ্গে ভরে 
যেত আমার মন--
যার তলে দাড়িয়ে 
আমার আগামী স্বপ্ন সুখের
ছবি এঁকেছি...
এই সেই কৃষ্ণ চূড়া--!!

যেথায় প্রতিদিনের মিলন--
মেলা হতো শত প্রেমিক প্রেমিকার
তুমি আমার চোখে চোখ রেখে
হাতে হাত ছুঁয়ে ভালোবাসার 
কাব্য রচনা করেছিলে--
মনে কি পড়ে প্রথম সেইদিনের কথা
আমার গালে দু'আঙ্গুলে টোঁকা দিয়ে বলেছিলে
"এতো রাঙ্গা হয় লাজে"...
ভুলিনি ভুলবার নয়--
বুঝতে দু'জনের শুধু একটু দেরী 
হয়েছিলো -- ভালোবাসি কতো--
দু'জন দু'জনাকে--হারিয়ে ছিলাম 
যেদিন তোমায় -- সেদিন হতে আজও
আছি তোমার আগমনের আশায়
ফালগুনের এই দিনে - আজও আসি
যদি দেখা পাই তোমার- শুধু একটি বার-- 
আর একবার ছুঁয়ে দেখবো--
আমার না পাওয়া ভালোবাসা কে--
আকুল হয়ে শুধু কৃষ্ণ চূড়া ফুলকে 
দু'হাতে বুকে জড়িয়ে রাখি--
তোমাকে অনুভবের সমস্ত--ভালোবাসা দিয়ে--
কিন্তু কই তোমার ছুঁয়ে দেয়া--
গাল তো আর রাঙ্গা হয় না...!!
আমার দু'চোখ ঝাপসা হয়ে আসে--
তবু এই কৃষ্ণ চূড়া তলায়-তোমারই অপেক্ষায়-
থাকবো পথ চেয়ে--আমার আজীবন...!!

যে বিভাগে লেখা |

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম

ইমেইলে নিন সাম্প্রতিক প্রকাশনা

    =*একটু সম্পাদকীয়*=

    দিন দুপুর একটি অনলাইন সাহিত্য পত্রিকা, সমাজ-সংস্কৃতির ভাল-মন্দ, উত্থান-পতন আর সংঘাত-প্রতিঘাত, ঘৃনা-প্রেম অর্থাৎ পৃথিবীর তাবৎ বিষয় উঠিয়ে নিয়ে আসে তার প্রতিটি পাতায়। লেখকদের মননশীল লেখায় প্রতিটি বিষয় হয়ে উঠে ব্যঞ্জনাময় আর সঙ্গত, পাঠকের আগ্রহে প্রতিটি লেখা খুঁজে পায় বেঁচে থাকার রসদ আর ভাবায়, শেখায় আরোহণ করতে সভ্যতার স্বর্ণ শিখরে।

নতুন মন্তব্য


দিন দুপুর ।। শিল্প সাহিত্যের ওয়েবম্যাগ

সম্পাদকঃ আল-আমীন আপেল

সার্বিক তত্ত্বাবধানেঃ প্রতীক

যোগাযোগ

ইমেইলঃ alaminbrur24@gmail.com

ফেচবুক পেজ (ক্লিক করুন) : https://www.facebook.com/dindupurofficialpage
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-ক্রীশ্চান । গাহি সাম্যের গান !মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই । --কাজী নজরুল ইসলাম