অনুভব ও অন্যান্য ।। আমির

তৃপ্তি

আজ জোসনা ধারার ঢল নেমেছে,
চোখের কোণে জল নেমেছে,
এ জল তোমায় পাওয়ার!
আজ আকাশ তারি দ্বার খুলেছে,
হৃদয় খেয়া পাল তুলেছে,
আর কিছু নেই চাওয়ার!
তুমি আমার সব সাধনার-
তৃষিত সেই নারী,
ওগো তোমায় পেয়ে পূর্ণ হল
আমার হৃদয় বাড়ী।
.
আহা ভালোবাসা বাহুবলী
জয় করে সব ক্ষত,
দুঃখ,ব্যথা,যাতন,বেদন
মূমুর্ষ আজ মৃত!
তুমি আমার আশার আলো
নিরাশা গো ছাড়ি,
তুমি আমার সব সাধনার-
তৃষিত সেই নারী।
.
দেহের খোজে দেহ ওগো
মন খোজে গো প্রেম,
তুমি আমার সকল পাওয়া
হেমের চেয়েও হেম।
তুমি আমার মায়াতিথী, ছায়াবিথী-
প্রণয় প্রলয়কারী।
তুমি আমার সব সাধনার-
তৃষিত সেই নারী।



অনুভব



কত মন দেখ পড়ে আছে আঁধারে,
কত প্রেম দেখ ডুবে গেছে পাথারে!
কত হাত দেখ হাত খোজে অকাতরে,
কত আঁখি দেখ ঝরে পড়ে অঝরে!
কত মন দেখ!
.
কত কথা কত হিয়া কয়ে যায়,
কথা ব্যথা মুখ বুজে সয়ে যায়,
কত দিনে আর,
কমে এই আঁধার,
অমানিশা বুক জুড়ে বয়ে যায়।
কত সুখ ব্যথা হয় সেতারে,
কত সুর বিরহ হয়ে বাজে গীটারে,
কত মন দেখ পড়ে আছে আঁধারে,
কত প্রেম দেখ ডুবে আছে পাথারে।
.
কত বেলা দেখ গোধূলিতে ডুবে চুপ,
কত আশা দেখ নিরাশারি পোড়া ধূঁপ,
কত জলে,
আঁখি পলে,
কত বুকে দেখ নিদারুন ব্যথা রুপ।
কত দিন কাটে অশান্ত প্রহরে,
কত রাত কাটে আঁধারেরি জোয়ারে,
কত মন দেখ পড়ে আছে আঁধারে-
কত প্রেম দেখ ডুবে আছে পাথারে।
.
কত ফুল দেখ ফোটে এ পথে,
কত ভুল দেখ জীবনেরি পরতে,
কত মেঘমালা,
কত উতালা,
ফুল ফোটা এই চির শরতে।
কত চোখ দেখ ভেসে গেল নজরে,
কত ব্যথার কথা মানবেরি পাজরে,
কত মন দেখ পড়ে আছে আঁধারে!
কত প্রেম দেখ ডুবে গেছে পাথারে!

যে বিভাগে লেখা |

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম

ইমেইলে নিন সাম্প্রতিক প্রকাশনা

    =*একটু সম্পাদকীয়*=

    দিন দুপুর একটি অনলাইন সাহিত্য পত্রিকা, সমাজ-সংস্কৃতির ভাল-মন্দ, উত্থান-পতন আর সংঘাত-প্রতিঘাত, ঘৃনা-প্রেম অর্থাৎ পৃথিবীর তাবৎ বিষয় উঠিয়ে নিয়ে আসে তার প্রতিটি পাতায়। লেখকদের মননশীল লেখায় প্রতিটি বিষয় হয়ে উঠে ব্যঞ্জনাময় আর সঙ্গত, পাঠকের আগ্রহে প্রতিটি লেখা খুঁজে পায় বেঁচে থাকার রসদ আর ভাবায়, শেখায় আরোহণ করতে সভ্যতার স্বর্ণ শিখরে।

নতুন মন্তব্য


দিন দুপুর ।। শিল্প সাহিত্যের ওয়েবম্যাগ

সম্পাদকঃ আল-আমীন আপেল

সার্বিক তত্ত্বাবধানেঃ প্রতীক

যোগাযোগ

ইমেইলঃ alaminbrur24@gmail.com

ফেচবুক পেজ (ক্লিক করুন) : https://www.facebook.com/dindupurofficialpage
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-ক্রীশ্চান । গাহি সাম্যের গান !মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই । --কাজী নজরুল ইসলাম