কবিতা-হিমাদ্রী শেখর রায়


অভিশপ্ত তিস্তা


একি তিস্তা!
এমন কেন বিমর্ষ লাগছে তোমায়
চারিদিক কেন শুধুই শূন্যতার ছাপ
নেই সেই দুরন্তপনা, নেই সেই
চঞ্চলময়ী ভাব।
প্রবাহ আজ রোধ হয়েছে তোমার
সত্যিই তৃষ্ণায় আজ বড্ড কাতর তুমি,
ছাতি ফেটে হচ্ছে চৌচির
চোরাবালি ঢেকে ফেলেছে জানি।
তোমার চলায় নেই সেই ছন্দ
নেই কোন কলকলানি শব্দ,
দুষ্কৃতিকারীরা খুড়ে চলছে তোমার বালুরাশি
আঘাতে আঘাতে হচ্ছ তুমি জর্জরিত।
 মিষ্টি মধুর অমৃতের মত জলরাশি শূন্য তুমি
তাইতো কলসি কাঁখে গাঁয়ের বধূরা আসেনা তোমার ঘাটে।
প্রাচুর্যে ভরা মৎস ভাণ্ডার বিলীন হয়েছে কবেই
তোমার সন্তান জেলেরা
আজ কাজ করে মাঠে-ঘাটে।
নৌকার দাঁড়ে ছলাৎ ছলাৎ শব্দ আর শুনিনা
আলতা রাঙা পায়ে কেউ যায় না হেটে।
মাছ না পেয়ে ক্ষুধার্ত বগীদের
যেন অসহায় সময় কাটে।
আমাদের কারনেই তুমি আজ
হারিয়েছ তোমার স্বত্বা
ধুকে ধুকে মরছ যেন,
নেমে এসেছে স্থবিরতা।
তিস্তা সেই আগের মতোই দেখতে চাই তোমায়
শুনতে চাই সেই কলকলানো গান,
রূপবতী-গুণবতী হয়ে থাকো আমাদের মাঝেই

চিরকাল বহমান।

যে বিভাগে লেখা |

1 মন্তব্য(গুলি):

দিন দুপুর বলেছেন...

লেখকের আশায় আমরাও আশান্বিত, কিন্তু সত্যিই কি তিস্তা ফিরতে পারবে স্বরূপে!

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম

ইমেইলে নিন সাম্প্রতিক প্রকাশনা

    =*একটু সম্পাদকীয়*=

    দিন দুপুর একটি অনলাইন সাহিত্য পত্রিকা, সমাজ-সংস্কৃতির ভাল-মন্দ, উত্থান-পতন আর সংঘাত-প্রতিঘাত, ঘৃনা-প্রেম অর্থাৎ পৃথিবীর তাবৎ বিষয় উঠিয়ে নিয়ে আসে তার প্রতিটি পাতায়। লেখকদের মননশীল লেখায় প্রতিটি বিষয় হয়ে উঠে ব্যঞ্জনাময় আর সঙ্গত, পাঠকের আগ্রহে প্রতিটি লেখা খুঁজে পায় বেঁচে থাকার রসদ আর ভাবায়, শেখায় আরোহণ করতে সভ্যতার স্বর্ণ শিখরে।

নতুন মন্তব্য


দিন দুপুর ।। শিল্প সাহিত্যের ওয়েবম্যাগ

সম্পাদকঃ আল-আমীন আপেল

সার্বিক তত্ত্বাবধানেঃ প্রতীক

যোগাযোগ

ইমেইলঃ alaminbrur24@gmail.com

ফেচবুক পেজ (ক্লিক করুন) : https://www.facebook.com/dindupurofficialpage
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-ক্রীশ্চান । গাহি সাম্যের গান !মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই । --কাজী নজরুল ইসলাম