কবিতা-মোবারক হোসেন

রূপের মায়ায়



হঠাৎ একদিন সকাল বেলা
কার ইশায়ায় মেতে,
অজান্তেই চলে গেলাম
হলুদ সরষে ক্ষেতে।
শীতের সকাল
শিশির গুলোর জীবন অকাল।
খুব মমতায় জড়িয়ে আমায়
আমার যত ভালবাসা
উজাড় করে দিলাম তোমায়।
তাকিয়ে দেখ তোমার পায়ে
সরষে ফুলে মাখা,
তারই কাছে জেনে নিও
আমার ইতি কথা।
গমের চারা ছড়া ছড়া
মাথা তুলেছে সবে,
রাখাল ছেলে শালিক তাড়ায়
হৈ হৈ রবে।
একটি ঘুড়ি লাটাই ছিড়ে
পালিযে যাচ্ছে উড়ে,
দুষ্ট বালক ঘুমিয়ে বলেই
পাইনি খুজে তারে।
বকেরা সব চোখ বুজে
কবুতর দল খাবার খুজে
এদিক ওদিক করছে ঘু ঘু
ভয় শিকারীর ফাঁদে,
তালগাছটা দুলছে মাথা
খানিক বাদে বাদে।
দেখছি আমি মুগ্ধ হয়ে
হাটছি আঁকা বাঁকা,
জন্ম ভূমির এমন ছবি
আজকে হল আঁকা।
জীবনান্দ আসে যদি
ধান সিড়িটির তীরে,
বন্দে আলী আসবেনা কেন
ময়না মতীর চরে!
আমিও যদি কভু আসি
বাংলা মায়ের কূলে,
আসি যেন
বাশ ঝাড়ের অন্ধকারে
জোনাক হয়ে জ্বলে

যে বিভাগে লেখা |

1 মন্তব্য(গুলি):

দিন দুপুর বলেছেন...

প্রকৃতির বর্ণনা যে এত এত সুন্দরভাবে উপস্থাপন করা যায় এই কবিতা তার সুন্দর প্রমান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম

ইমেইলে নিন সাম্প্রতিক প্রকাশনা

    =*একটু সম্পাদকীয়*=

    দিন দুপুর একটি অনলাইন সাহিত্য পত্রিকা, সমাজ-সংস্কৃতির ভাল-মন্দ, উত্থান-পতন আর সংঘাত-প্রতিঘাত, ঘৃনা-প্রেম অর্থাৎ পৃথিবীর তাবৎ বিষয় উঠিয়ে নিয়ে আসে তার প্রতিটি পাতায়। লেখকদের মননশীল লেখায় প্রতিটি বিষয় হয়ে উঠে ব্যঞ্জনাময় আর সঙ্গত, পাঠকের আগ্রহে প্রতিটি লেখা খুঁজে পায় বেঁচে থাকার রসদ আর ভাবায়, শেখায় আরোহণ করতে সভ্যতার স্বর্ণ শিখরে।

নতুন মন্তব্য


দিন দুপুর ।। শিল্প সাহিত্যের ওয়েবম্যাগ

সম্পাদকঃ আল-আমীন আপেল

সার্বিক তত্ত্বাবধানেঃ প্রতীক

যোগাযোগ

ইমেইলঃ alaminbrur24@gmail.com

ফেচবুক পেজ (ক্লিক করুন) : https://www.facebook.com/dindupurofficialpage
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-ক্রীশ্চান । গাহি সাম্যের গান !মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই । --কাজী নজরুল ইসলাম