কবিতা-বৃত্ত ছড়া
undefined
undefined
রঞ্জিত বসন্ত
বসন্ত এসেছে আবার
ভাই হারানোর বসন্ত
বাঙালীর রক্তে রঞ্জিত বসন্ত।
ফাল্গুনের রক্তিম বিকেল
শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়া
তারই স্বাক্ষী বয়ে চলে যুগ যুগ,
একটি লাশের মিছিল
একটি আর্তনাদের গল্প।
.
কোকিলের কণ্ঠে মূহমাণ হই আজও
মা..মাগো চিৎকার শুনি তাতে
একুশ ভেসে ভেসে আসে বুকে
বসন্তের সুবাস ঠেলে বাতাসে গন্ধ পাই বারুদের
নিজেকে খুজে পাই লাশের মিছিলে
শিরায় উপশিরায় টগবগিয়ে উঠে খুন
দুচোখ জুড়ে দৃশ্যত একটি প্ল্যাকার্ড
কোটি বাঙালীর সংকল্প আঁকা তাতে
আজও স্পষ্ট লিখা দেখি
আর কত নিপীড়ন..?
এবার মুক্তি চাই
আমার মায়ের ভাষার মুক্তি চাই.!!
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন