ছড়া-অাবুবকর মুহাম্মদ সালেহ


শীত


লেপের উমে কিযে অারাম
হাঁড়কাঁপানো শীতে
বিবেক বলে অামরা সবাই
হেরে গেছি জিতে।
পথের বাঁকে দেখি যাকে
কাতর পেটের জ্বালায়
শীতের সাথেও যুদ্ধ করা
ভাঙা ঘরের চালায়।
অসুখ বিসুখ বাঁচা মরার
কেউ রাখেনা খবর
তাদের কাছে ভিটেমাটি
জিন্দালাশের কবর।
সিটিয়ে থাকে সারাজীবন
ভয়টা শুধুই বাঁচার
অামরা দেখি দু'চোখ মেলে
বিবেক কত লাচার।
মানবতা জাগুক সবার
উমের দুয়ার খুলে
চাঁদের হাসি সবার মুখে
দাওনা অাবার তুলে।
ছড়াও সুবাস তোমার দানে
কুঁড়েঘরের ফাঁকে
কষ্টগুলো হাতছানিতে
তোমায় যেন ডাকে।
তারাও মানুষ জীবন কাটে
কষ্ট কারাগারে
স্বপ্ন তাদের থাকলো চাপা
জীবন বোঝার ভারে।
কোন অাঁধারে যায় হারিয়ে
বোধ ভাবনা দিশা
মানবতার কান কেটে নেয়
এ কোন অমানিশা?

যে বিভাগে লেখা |

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম

ইমেইলে নিন সাম্প্রতিক প্রকাশনা

    =*একটু সম্পাদকীয়*=

    দিন দুপুর একটি অনলাইন সাহিত্য পত্রিকা, সমাজ-সংস্কৃতির ভাল-মন্দ, উত্থান-পতন আর সংঘাত-প্রতিঘাত, ঘৃনা-প্রেম অর্থাৎ পৃথিবীর তাবৎ বিষয় উঠিয়ে নিয়ে আসে তার প্রতিটি পাতায়। লেখকদের মননশীল লেখায় প্রতিটি বিষয় হয়ে উঠে ব্যঞ্জনাময় আর সঙ্গত, পাঠকের আগ্রহে প্রতিটি লেখা খুঁজে পায় বেঁচে থাকার রসদ আর ভাবায়, শেখায় আরোহণ করতে সভ্যতার স্বর্ণ শিখরে।

নতুন মন্তব্য


দিন দুপুর ।। শিল্প সাহিত্যের ওয়েবম্যাগ

সম্পাদকঃ আল-আমীন আপেল

সার্বিক তত্ত্বাবধানেঃ প্রতীক

যোগাযোগ

ইমেইলঃ alaminbrur24@gmail.com

ফেচবুক পেজ (ক্লিক করুন) : https://www.facebook.com/dindupurofficialpage
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-ক্রীশ্চান । গাহি সাম্যের গান !মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই । --কাজী নজরুল ইসলাম